অনলাইন আবেদন

ভর্তি বিজ্ঞপ্তি

কার্যক্রম পরিচিতি, ভর্তি-নিবন্ধন-অর্থ পরিশোধ সংক্রান্ত নিয়ম এবং অপরিহার্য চর্চার বিষয় মনোযোগ দিয়ে পড়ুন। আবেদনপত্রের লিংক পাতার নিচে দেওয়া আছে।

কার্যক্রম পরিচিতি ও বিধি

  • ৪ বছর মেয়াদি সঙ্গীতশিক্ষণ। শ্রেণি: শিশু-১, শিশু-২, প্রারম্ভিক-১, প্রারম্ভিক-২। বিষয়: রবীন্দ্র, নজরুল ও লোকসঙ্গীত এবং সরগম। সফলভাবে পাঠ সম্পন্নকারী শিক্ষার্থীরা সঙ্গীত-সূচনা পাঠ সম্পন্ন করার স্বীকৃতিপত্র পাবে
  • ক্লাসের দিন বৃহস্পতি (বিকাল)/ শুক্র (বিকাল)/ শনি (সকাল); ভর্তি সাক্ষাৎকারের ফল অনুযায়ী দিন নির্ধারণ হয়, পছন্দের দিনে ক্লাস নাও পাওয়া যেতে পারে। নিবন্ধন অনুযায়ী দিনেই ৪টি শ্রেণির কার্যক্রম শেষ করতে হবে
  • প্রতি বছর বার্ষিক মূল্যায়ন। প্রতি শিক্ষাবর্ষে বিদ্যায়তন-নির্ধারিত সময়ের মধ্যে পুনর্ভর্তির নিবন্ধন করতে হয়
  • ক্লাসে এক বছর অনিয়মিত থাকলেও বকেয়া পরিশোধ করে শিক্ষার্থী পরের শিক্ষাবর্ষে পুনর্ভর্তি হতে পারে
  • পুনর্ভর্তি না হয়ে বিদ্যায়তনের লিখিত অনুমোদন নিয়ে এক নাগাড়ে সর্বাধিক ১ বছরের শিক্ষা-বিরতি নেওয়া যায়। শিক্ষা-বিরতি নিলে পরের শিক্ষাবর্ষে অবশ্যই বিদ্যায়তন-নির্ধারিত সময়ের মধ্যে পুনর্ভর্তির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
  • একবার পুনর্ভর্তির নিবন্ধন করে ফেললে সে শিক্ষাবর্ষে আর শিক্ষা-বিরতি নেওয়ার সুযোগ থাকে না
  • পাঠগ্রহণে এক বছরের বেশি ছেদ পড়লে পুনর্ভর্তি হওয়া যায় না, আগ্রহীরা ভর্তির আবেদনপত্র নিয়ে নতুনভাবে আবেদন করতে পারে
  • একই শ্রেণিতে ৩ বছরের বেশি পাঠ নেওয়া যায় না
  • চূড়ান্ত শ্রেণির (প্রারম্ভিক-২) বার্ষিক মূল্যায়নে বিশেষ মানে উত্তীর্ণ শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী সঙ্গীত-প্রবেশ কার্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে
  • চূড়ান্ত শ্রেণির (প্রারম্ভিক-২) বার্ষিক মূল্যায়নে সাধারণ মানে উত্তীর্ণ শিক্ষার্থী একই ক্লাসে পুনর্ভর্তি হয়ে পাঠ নিতে পারে অথবা নির্ধারিত মানোন্নয়ন ফি দিয়ে পরবর্তী ২ শিক্ষাবর্ষের মধ্যে মানোন্নয়নের জন্য বার্ষিক মূল্যায়নে অংশ নিতে পারে
  • শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক) হলে সঙ্গীতবিদ্যায়তন তাকে ‘সুরের জাদু রঙের জাদু’ কার্যক্রমে পাঠিয়ে দেওয়ার অধিকার রাখে

ভর্তি ও অর্থ পরিশোধ রীতি

  • ভর্তির যোগ্যতা সুরেলা কণ্ঠ, সুর তোলার ন্যূনতম ক্ষমতা, ছন্দবোধ, শেখার আগ্রহ, পোশাক ও আচার-আচরণে বাঙালির স্বাভাবিক শালীনতার ছাপ
  • আবেদনকারীর স্বাক্ষর করা আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সদ্য তোলা ২টি পাসপোর্ট আকারের স্পষ্ট ও ঝকঝকে রঙিন ছবি ও জন্ম-নিবন্ধন সনদের অনুলিপি (ফটোকপি) এবং অন্তত একজন অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (ফটোকপি) সংযুক্ত করা অপরিহার্য
  • ভর্তি সাক্ষাৎকার শেষ হলে সাক্ষাৎকার গ্রহণকারীর কাছ থেকে স্বাক্ষরসহ আবেদনকারীর অংশ বুঝে নিতে হবে
  • অনলাইন ফলাফল পাওয়া যাবে ছায়ানটের ওয়েবসাইটে
  • নির্বাচিতদের অনলাইন ফলের সঙ্গে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী ঘোষিত শেষ তারিখের মধ্যে অনলাইনে ভর্তি-নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
  • ভর্তি সাক্ষাৎকার সন্তোষজনক না হলে আবেদনকারীকে ১ বছর মেয়াদি সঙ্গীত-পরিচয় কার্যক্রমে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হতে পারে
  • আবেদনকারীর সাময়িক পরিচিতি নম্বর হবে ভর্তির আবেদনপত্র নম্বর (নমুনা: SS33BXXX বা SS33WXXX)
  • কার্যালয় থেকে নিবন্ধন সম্পূর্ণ হলে আবেদনপত্রে উল্লিখিত মোবাইল নম্বরে বিস্তারিত নিবন্ধন তথ্যসহ একটি ক্ষুদেবার্তা (sms) যাবে, বার্তাটি সংরক্ষণ করতে হবে
  • বিদ্যায়তনের পরিচয়পত্র পাওয়ার আগে আবেদনপত্রের নিজের অংশই শিক্ষার্থীর পরিচয়পত্র এবং তা সঙ্গে রাখতে হবে
  • বিদ্যায়তনে পাঠগ্রহণকালে শিক্ষার্থীকে স্থায়ী পরিচিতি নম্বর ব্যবহার করে অনলাইনে বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে
  • পুরো বছরের প্রদেয় অর্থ অগ্রিম জমা দেওয়া যায়। ৩ মাসের বেতন বকেয়া পড়লে বিলম্ব ফি দিতে হয়
  • রশিদ ব্যতীত ছায়ানটে কোনো নগদ লেনদেন হয় না
  • ক্লাসের বেলা ভিন্ন হলে সঙ্গীতবিদ্যায়তনের একাধিক কার্যক্রমে অথবা একই কার্যক্রমের একাধিক বিভাগে নিবন্ধন করা যাবে। একই বেলায় একাধিক কার্যক্রম বা বিভাগে ভর্তি হলে কেবল একটি নিবন্ধনই বৈধতা পাবে
  • পরবর্তী যেকোনো পর্যায়ে, প্রথম ভর্তির সময়ে শিক্ষার্থীর বয়স ১০ বছরের কম ছিল বলে প্রমাণ হলে তৎক্ষণাৎ নিবন্ধন বাতিল হবে
  • নিবন্ধন বাতিলের ক্ষেত্রে পরিশোধিত অর্থ ফেরতযোগ্য নয়

পোশাক, পরিচয়পত্র ও উপস্থিতি

  • নির্ধারিত পোশাকে প্রকাশ্যভাবে পরিচয়পত্র ধারণ করে ছায়ানট সংস্কৃতি-ভবনে প্রবেশ ও অবস্থান করতে হবে
  • পরিচয়পত্র পাওয়ার আগে ভবনে প্রবেশের সময় পরিচয় নিশ্চিত করতে আবেদনপত্রের আবেদনকারীর অংশ দেখানো অপরিহার্য
  • পোশাকের রং নির্বাচন ও ছাঁটে বাঙালি রুচি ও সাদামাঠা ভাবের প্রতিফলন বাঞ্ছনীয়
  • মেয়েদের পোশাক: সালোয়ার-কামিজ। কামিজের ওপরের অংশের ঝুল অন্তত হাঁটু পর্যন্ত হতে হবে। সালোয়ার হিসেবে লম্বা প্যান্ট বা পায়জামা পরা যাবে
    ছেলেদের পোশাক: লম্বা পায়জামা বা প্যান্ট এবং লম্বা পাঞ্জাবি
  • ফ্রক/ শার্ট/ টিশার্ট/ ফতুয়া/ খাটো প্যান্ট পরে ক্লাস করা যাবে না
  • শীতকালে নির্ধারিত পোশাকের ওপর চাদর বা সোয়েটার ব্যবহার করা যাবে। শিক্ষার্থী নিজস্ব শিক্ষালয় থেকে সরাসরি এলে শিক্ষালয়ের পোশাকে ক্লাস করতে পারবে
  • ক্লাসে যাওয়ার আগে অভ্যর্থনাকেন্দ্রের বার কোড রিডারে পরিচয়পত্র স্ক্যান করিয়ে দিনের হাজিরা নিশ্চিত করতে হবে
  • সূচি অনুযায়ী ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে শিক্ষার্থীর হাজিরা নিশ্চিত করতে হবে
  • ক্লাসের দিন পরিচয়পত্র না আনলে অভ্যর্থনাকেন্দ্র থেকে ফেরতযোগ্য ‘শিক্ষার্থী’ কার্ড নিয়ে ক্লাস করা যাবে, কিন্তু ওই দিনের উপস্থিতি গণ্য হবে না
  • অভিভাবকদের ভবন চত্বরে প্রবেশ ও অবস্থান নিশ্চিত এবং কার্যালয় থেকে তথ্য সংগ্রহ করতে শিক্ষার্থীপ্রতি পরিচয়পত্রের ১টি অনুলিপি দেওয়া হবে
  • পরিচয়পত্র বা ফিতা হারালে অথবা ব্যবহারের অযোগ্য হলে যথাক্রমে ১০০ টাকা বা ২০ টাকা পরিশোধ করে অভ্যর্থনাকেন্দ্র থেকে রশিদ নিয়ে সঙ্গীতবিদ্যায়তন কার্যালয়ে জমা দিলে বিকল্প পরিচয়পত্র বা ফিতা সংগ্রহ করা যাবে
  • বছরে ৫০% এর কম উপস্থিতি থাকলে বার্ষিক মূল্যায়নের ছাড়পত্র দেওয়া হয় না

ভবন ও শ্রেণি-শৃঙ্খলা

  • নিবন্ধিত শিক্ষার্থী অভিভাবক বা অন্য কোনো সঙ্গী নিয়ে ভবনে আসতে পারবে না
  • শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন চালু রাখা নিষেধ। নিতান্ত প্রয়োজনে নীরব (silent) অবস্থায় ফোন চালু রাখা যাবে। তবে শিক্ষকের অনুমতি ছাড়া কোনোভাবেই ক্লাস চলাকালীন ফোনে কথা বলা অথবা অডিও/ ভিডিও রেকর্ড করা যাবে না
  • দুর্ঘটনাজনিত উদ্ভূত জরুরি পরিস্থিতি ছাড়া শিক্ষার্থীদের ইমার্জেন্সি/ ফায়ার এক্সিট ব্যবহার করা নিষেধ
  • শিক্ষার্থীরা ক্লাসের বাদ্যযন্ত্র বা শব্দযন্ত্র ব্যবহার করতে পারবে না
  • যে তলায় শ্রেণিকক্ষ সেই তলারই উন্মুক্ত স্থান (লবি) অথবা ৬ষ্ঠ তলার পাঠাগারে ক্লাসের জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করতে পারবে
  • কোনো ব্যতিক্রম ছাড়া শ্রেণিসূচি অনুযায়ী ক্লাস শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ত্যাগ করতে হবে
  • ক্লাসের সময়ের ১৫ মিনিট আগে-পরে শিক্ষার্থীরা যে তলায় তাদের শ্রেণিকক্ষ সেই তলার উন্মুক্ত স্থানে (লবি) থাকতে পারবে
  • শ্রেণিসূচি অনুযায়ী শিক্ষার্থীর ক্লাস শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যে ভবন ত্যাগ করতে হবে
  • ভবন ত্যাগ করার পর শিক্ষার্থী যুক্তিপূর্ণ ও গ্রহণযোগ্য কারণ ছাড়া সীমানা বেষ্টনীর ভেতরে অন্য কোথাও অবস্থান করতে পারবে না
  • ভবনের লিফ্‌ট সাধারণভাবে শিক্ষার্থীদের জন্য নয়
  • ভবন থেকে যাওয়ার সময় অভিভাবকেরা শিক্ষার্থীদের বুঝে নেবেন। অভিভাবক শিক্ষার্থীকে একা একা ভবন থেকে যাওয়ার অধিকার দিতে চাইলে অভিভাবককে লিখিত আবেদন জানিয়ে কার্যালয়ের অনুমোদন নিতে হবে
  • ভবন-শৃঙ্খলা রক্ষার্থে চত্বরে প্রবেশ ও অবস্থানকালে সকল অভিভাবককে শিক্ষার্থী-পরিচয়পত্রের অনুলিপি সঙ্গে রাখতে হবে

আচরণ

  • নিজ ও অন্য বিভাগের শিক্ষকদের সমীহ করে চলা এবং ছায়ানটের সকল কর্মী ও স্বেচ্ছাকর্মীর সঙ্গে সদাচরণ শিক্ষার্থীর অন্যতম কর্তব্য
  • শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা-সৌজন্য-সম্ভ্রমপূর্ণ এবং শালীন আচরণের ব্যতিক্রম গ্রহণযোগ্য নয়
ছায়ানট Logo 2026 © স্বত্ব সংরক্ষিত: ছায়ানট, বাংলাদেশ । সার্বিক তত্ত্বাবধান পাওয়ার জিপি বিডি লিমিটেড